ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ফ্লাইং টাইগার সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, মার্চ ২৪, ২০১৬
ফ্লাইং টাইগার সৌম্য সৌম্য সরকার

ঢাকা: খেলা তখন ১৬তম ওভারে গড়িয়েছে। ওভারের প্রথম বলে আলআমিন ফিরিয়ে দেন সুরেশ রায়ানাকে।

দ্বিতীয় বলটিকে হার্দিক পান্ডে স্কোয়ার লেগে সজোরে তুলে ম‍ারেন বাউন্ডারির উদ্দেশে।

বেঙ্গালুরু স্টেডিয়াম ভর্তি দর্শক হয়তো ভেবেছিলেন- বলটি একটি বা দুটি ড্রপে সীমানা বাইরে গিয়ে আছড়ে পড়বে।

কিন্তু না, সীমানার কাছে দাঁড়ানো ফিল্ডার সৌম্য সরকার বাঁদিকে চিতার গতিতে দৌড়ে গিয়ে সাঁতারুর মতো করে ডাইভ দিয়ে তালুবন্দি করেন ঝড়ের গতিতে আসা বলটি। ফলাফল- চার নয়, সাজঘরে ফিরে যেতে হয় ভারতীয় ডানহাতি পাওয়ার হিটার হার্দিক পান্ডেকে।

গ্যালারি ভর্তি দর্শক সৌম্য সরকারের জাদুকরী এই ক্যাচটি দেখে স্তম্ভিত হয়ে পড়েন! যদিও এরকম অসাধ্য ক্যাচ চলতি আসরে আগেও একবার ধরেছেন সৌম্য সরকার।

পাকিস্তানের বিপক্ষে বাউন্ডারির ওপারে চলে যাওয়া বল লাফিয়ে উঠে ভেতরে ছুড়ে দিয়ে আবার সীমানার ভেতরে এসে শূন্যে থাকা বলটিকে তালুবন্দি করে মোহাম্মদ হাফিজকে ক্যাচে পরিণত করেন এই ফ্লাইং টাইগার।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।