ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

১৯তম ওভারে ১৪ রান দিয়ে দিলেন আল আমিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, মার্চ ২৪, ২০১৬
১৯তম ওভারে ১৪ রান দিয়ে দিলেন আল আমিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১৯তম ওভারে বল করতে এসে ১৪ রান দিয়ে দিলেন আল আমিন হোসেন। রবিন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনিদের হাতে ৩টি চারের মার খেয়েছেন তিনি।



এর ফলে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে হারিয়ে ১৩৭ রান।

মহেন্দ্র সিং ধোনি আছেন ৯ রানে। আর রবিন্দ্র জাদেজা খেলছেন ১২ রানে।

ওপেনার রোহিত শর্মার উইকেটি নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। শেখর ধাওয়ানের উইকেটটি নিয়েছেন সাকিব আল হাসান। বিরাট কোহলির স্টাম্প ভেঙেছেন শুভাগত হোম। মাহমুদুল্লা রিয়াদ নিয়েছেন যুবরাজ সিংহের উইকেট। আর সুরেশ রায়না ও হার্দিক পান্ডের উইকেট ঝুলিতে ভরেছেন আল আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এইচএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।