ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বমঞ্চে দু’জনের মন জিতেছেন কোহলি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বিশ্বমঞ্চে দু’জনের মন জিতেছেন কোহলি! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ‘অবিশ্বাস্য’ জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকে ভারত। হাতের মুঠোয় থাকা ম্যাচটি নাটকীয়ভাবে হাতছাড়া করেন মুশফিক-মাহমুদউল্লাহরা।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার এমন অভাবনীয় জয়টি উপভোগ করেন বলিউড তারকা শাহরুখ খান।

ম্যাচ শুরুর আগে ‘স্টার স্পোর্টস’র ধারাভাষ্যকক্ষে জহির খান ও শোয়েব আখতারের সঙ্গে যোগ দিয়েছিলেন শাহরুখ। সেখানেই বিরাট কোহলির ভূয়সী প্রশংসায় মাতেন ‘কিং খান’। শুধুমাত্র ব্যাটিং দক্ষতার জন্যই নয়, ব্যক্তি কোহলির আচরণেও নিজের মুগ্ধতা প্রকাশ করেন শাহরুখ।

ভারতীয় ক্রিকেটে বর্তমান সময়ের সেরা তারকা কোহলি প্রসঙ্গে শাহরুখের ভাষ্য ছিল এরকম, ‘যখন সে (কোহলি) ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দেয়, আমি তখন থেকেই তাঁকে খুব ভদ্র তরুণ হিসেবেই দেখছি। সে জানে কিভাবে অন্যকে সম্মান দেখাতে হয়। ’

ক্রিকেট মাঠে অতি আক্রমণাত্মক মনোভাবের কারণে অতীতে অরেনকবারই সমালোচনার পাত্র হয়েছেন কোহলি। তবে শাহরুখের দৃষ্টিতে সাম্প্রতিক বছরগুলোতে কোহলি আগের চেয়ে অনেক বেশি পরিণত, ‘কোহলির আক্রমণাত্বক মনোভাব নিয়ন্ত্রণে আমি বিস্মিত এবং গত কয়েক বছরে সে কতটাই না পরিণত হয়েছে। শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরি হতে তার মধ্যে সব লক্ষণই রয়েছে। ’

এর আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ইয়ান চ্যাপেলও কোহলি বন্দনায় মাতেন। নিজের ব্যাটিং নিয়ন্ত্রণে কোহলির সহজাত দক্ষতায় তাঁকে প্রশংসার জোয়ারে ভাসান সাবেক অজি অধিনায়ক।

তাই বলাই যায়, টি-২০ বিশ্বকাপ আসরে ইতোমধ্যেই দু’জনের মন জিতে নিয়েছেন কোহলি! শাহরুখ, চ্যাপেলের পর সামনে হয়তো আরও কয়েকজন এ কাতারে সামিল হবেন!

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।