ঢাকা: ভারত থেকে দেশে ফিরলেন তাসকিন আহমেদ। শুক্রবার (২৫ মার্চ) সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে পা রাখেন বাংলাদেশ ক্রিকেট দলের পেস সেনসেশন।
ভারতে চলমান টি-২০ বিশ্বকাপ আসরের মাঝপথে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচ অফিসিয়ালরা। পরে বোলিং পরীক্ষা শেষে পর্যায়ক্রমে সানির পর তাসকিনকেও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ করার বিতর্কিত ঘোষণা দেয় আইসিসি!
বাছাইপর্বের (প্রথম রাউন্ড) পর সুপার টেনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ শেষেই দু’জনের বিশ্বকাপ শেষ হয়ে যায়।
তাসকিনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রিভিউ আবেদন করলেও এর শুনানি শেষে তা খারিজ করে দেন আইসিসির জুডিশিয়াল কমিশনার। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ না করেই তাসকিনকে দেশে ফিরতে হলো!
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
আরএম