ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

জাভেদ ওমরের ব্যাটে বিসিবি সবুজের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, মার্চ ২৬, ২০১৬
জাভেদ ওমরের ব্যাটে বিসিবি সবুজের জয়

ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন করে ‘স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচ’। টি-টোয়েন্টি ফরম্যাটে বিসিবি সবুজ ও বিসিবি লাল নামের দল দুটিতে ছিলেন টাইগারদের কিংবদন্তি ক্রিকেটাররা।



মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে জাভেদ ওমর বেলিমের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ১৯ রানের জয় পায় বিসিবি সবুজ দল। তার ৫৭ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংসে টস জেতা সবুজ আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে।

জবাবে মেহরাব হোসেনের ৬৩ ও হান্নান সরকারের ৩৯ রানের পরও জয় বঞ্চিত থাকে ফারুক আহমেদের নেতৃত্বে খেলা লাল দল। ১৯.৩ ওভারে ১৪৯ রানে অলআউট হয় লাল দল।  

এ ম্যাচটিকে ঘিরে মূলত সাবেক ক্রিকেটারদের মিলনমেলা বসেছিলো। সবুজ দলের অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে ছিলেন সানওয়ার হোসেন, জাভেদ ওমর, নিয়ামুর রশিদ ও আনিসুর রহমানের মতো সাবেক ক্রিকেটাররা।

অন্যদিকে ফারুক আহমেদের নেতৃত্বে ছিলেন হাবিবুল বাশার, মেহরাব, হান্নান সরকার, মোহাম্মদ রফিক ও হাসিবুল হোসেনের মতো সাবেক তারকা ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৬
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।