ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

৫ উইকেট নিয়ে বিশ্বকাপে সেরা বোলিং মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, মার্চ ২৬, ২০১৬
৫ উইকেট নিয়ে বিশ্বকাপে সেরা বোলিং মুস্তাফিজের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং করে পাঁচ উইকেট ঝুলিতে নিয়েছেন বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। তার এক একটি কাটার, স্লোয়ার ও ইয়র্কারে পরাস্তা হয়েছেন কিউই শিবির।

 

পাঁচ উইকেটের চারটিই নিয়েছেন ব্যাটসম্যানদের স্টাম্প উপড়ে দিয়ে। নিজের প্রথম ওভারে বল করলে এসে নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান নিকোলসের স্টাম্প ভেঙে দেন এই বাঁহাতি পেসার।

এরপর নিজের দ্বিতীয় ওভারে কিউউ অধিনায়ক কেন উইলিয়ামসকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। এরপর তৃতীয় ওভারে গ্রান্ট এলিয়টকে শুভাগত হোমের ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ।

শেষ ওভারে পরপর দুই বলে স্যান্টনার ও ন্যাথান ম্যাক্লেনাগানকে বোল্ড করে হ্যাট্টিকের সম্ভাবনা জাগান মুস্তাফিজ।

চার ওভার শেষে ২২ রান খরচ করে মুস্তাফিজ তুলে নেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৫ উইকেট। চলতি আসরে এ পর্যন্ত এটাই কোনো বোলারের সেরা বোলিং ফিগার।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।