ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের মালিক সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, মার্চ ২৬, ২০১৬
এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের মালিক সাব্বির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে (২০১৬) সর্বোচ্চ রানের মালিক হলেন সাব্বির রহমান। কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে ১২ রান করে অনবদ্য এ রেকর্ডের মালিক হন সাব্বির।



সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডে এ বছর সাব্বির আর ভারতীয় ব্যাটসম্যান কোহলির মাঝে চলছিল নিরব প্রতিযোগিতা। এ ম্যাচে সাব্বির ৪৫১ রান নিয়ে শুরু করেছিলেন। কোহলির ২০১৬ সালে রান ৪৫৪। ফলে এ বছর কোহলিকে পেছনে ফেলে ২০১৬ সালের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন এই টাইগার ব্যাটসম্যান।  

এর আগে ২০১২ সালে ১৩ ম্যাচের সব ইনিংস খেলে ৪৭২ রান করেছিলেন গাপটিল। যা টি-টোয়েন্টি ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান। ২০০৯ সালে শ্রীলঙ্কার দিলশান করেছিলেন ৪৭১ রান। ২০১২ তেই ভারতের বিরাট কোহলি ৪৭১ রান করেছিলেন। একই বছর নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম করেছিলেন ৪৫৯ রান।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৬
এমএমএস

** কোহলির আগে রেকর্ড ছোঁয়ার হাতছানি সাব্বিরের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।