ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

সকালেই দেশে ফিরছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, মার্চ ২৬, ২০১৬
সকালেই দেশে ফিরছে টাইগাররা

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের চারটি ম্যাচই শেষ করেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই পায়নি জয়ের দেখা।

ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ১ রানের হারেই গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

শনিবার (২৬ মার্চ) ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। শেষ ম্যাচেও হারতে হয়েছে ৭৫ রানের ব্যবধানে।

বিশ্বকাপ শেষে এবার ঘরে ফেরার পালা টাইগার ক্রিকেটারদের। রোববার (২৭ মার্চ) সকাল ৯টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কলকাতা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে মাশরাফিবাহিনী।
 
মিরপুরে এশিয়া কাপের ফাইনাল (৬ মার্চ) শেষ করে ৭ মার্চ ভারতে যায় বাংলাদেশ দল। বাছাইপর্বের বাধা পেরিয়ে সুপার টেনে ওঠে লাল-সবুজের দল।   ধর্মশালা, ব্যাঙ্গালোর ও কলকাতায় অনুষ্ঠিত হয় বাংলাদেশের ম্যাচগুলো।   ভারতের এ তিন শহরে ১৯ দিন কাটিয়ে এবার দেশে ফিরছে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ২৬ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।