ইডেন গার্ডেন্স থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ করলো বাংলাদেশ। কিউদের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং দৈন্যতায় ৭০ রানে অলআউট হয় টাইগাররা।
ব্যাট হাতে সাকিব-তামিম-সাব্বির ব্যর্থ হলেও বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বল করে পুরো ইডেন গার্ডেন্সে এদিন সাড়া ফেলে দেন এই বোলিং বিস্ময়।
প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সিনিয়র ব্যাটসম্যান রস টেইলরও মুস্তাফিজের প্রশংসায় তাই পঞ্চমুখ!
শনিবার (২৬ মার্চ) ইডেন গার্ডেন্সে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজ সম্পর্কে বলতে গিয়ে টেইলর বলেন, মুস্তাফিজ একই সঙ্গে একজন ভালো এবং স্মার্ট বোলার। ও জানে প্রতিপক্ষকে কোন সময়ে কোন বলটি করতে হবে। ইডেন গার্ডেন্সের উইকেটে আমাদের বিপক্ষে ও খুবই ভালো বোলিং করেছে। ওর বাউন্সারগুলো খেলা খুবই কঠিন ছিল।
বাংলাদেশের বিপক্ষে নিজেদের জয়ের দিনে সতীর্থ বোলার ও ব্যাটসম্যানদেরও প্রশংসায় ভাসান টেইলর। তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে আমাদের ব্যাটিং ও বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো ছিল। তাই এই ম্যাচে আমরা সহজ জয় পেয়েছি।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এইচএল/এমজেএফ/