ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

ডুমিনি-ডি ককদের নেতৃত্বে জহির খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, মার্চ ২৮, ২০১৬
ডুমিনি-ডি ককদের নেতৃত্বে জহির খান ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই শুরু হচ্ছে ভারতের ফ্রাঞ্চাইজিভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ‘আইপিএল’ এর ২০১৬ মৌসুম। আর আইপিএলে এবারের আসরে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান।



জহির ২০১৫ মৌসুমে দিল্লির দলে যোগ দেন। সেবার দলের ১৪টি ম্যাচের মধ্যে বাঁহাতি এ পেসার খেলেন ৭টি ম্যাচ। যেখানে ৬.৪৫ ইকোনোমি ও ২২.২৮ গড়ে সমান ৭টি উইকেট নিয়েছিলেন তিনি। আর এবার দলের নেতৃত্বে আসতে পেরে নিজেকে সম্মানীত মনে করছেন জহির।

এ প্রসঙ্গে জহির জানান, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের। আমাদের বর্তমান দলটিও দারুণ ভাবে সাজানো হয়েছে। আশাকরি এবারের মৌসুমে ভালো করতে পারবো। ’a

জহির খান ২০১৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যদিও ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন।

দিল্লি ডেয়ারডেভিলস স্কোয়াড: জেপি ডুমিনি, মোহাম্মদ শামি, নাথান কোল্টার-নাইল, কুইন্টন ডি কক, সৌরভ তিওয়ারি, শাহবাজ নাদিম, মায়াঙ্ক আগরওয়াল, ইমরান তাহির, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়াস আইয়ার, জহির খান (অধিনায়ক), অ্যালবি মরকেল, সঞ্জু স্যামসন, ক্রিস মরিস, কার্লোস ব্র্যাথওয়েইট, কারন নায়ার, পবন নেগি, স্যাম বিলিংস, জোয়েল প্যারিস, প্রথ্থুশ সিং, অখিল অরবিন্দ, হারওয়াদকার, মহীপাল লোমোর, সৈয়দ খলীল আহমেদ, চামা মিলিন্দ, পবন সুয়াল, রিশাব প্যান্ত।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।