ঢাকা: আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হিসেবে থাকতে চান ফাফ ডু প্লেসিস। ৩১ বছর বয়সী ডু প্লেসিস দীর্ঘদিন থেকে প্রোটিয়াদের ছোট ফরম্যাটের ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন।
দ. আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে ডু প্লেসিস চতুর্থ ব্যাটসম্যান যিনি জাতীয় দলের টি-২০ ফরম্যাটে ১ হাজার রান করেছেন। বাকিরা হলেন জেপি ডুমিনি, এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা। আর ডেল স্টেইন ও ইমরান তাহিরও রয়েছেন অভিজ্ঞদের তালিকায়। এই ছয়জন ক্রিকেটার আবার প্রোটিয়াদের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলেন।
এদের সবাই প্রোটিয়া দলকে ভবিষ্যতে আরও সাফল্য এনে দেবেন জানিয়ে ডু প্লেসিস জানান, ‘আগামী চার বছর পর সবাই ৩৫-৩৬ বয়সে পা রাখবে। দলে এখনও আমার পারর্ফম ভালো হচ্ছে। টি-২০ খেলা বন্ধ করে দেবো এমনটিই আমি এখনও ভাবছি না। ’
তিনি আরও বলেন, ‘প্রোটিয়াদের নেতৃত্ব দিতে আমি পছন্দ করি। সামনে আমাদের প্রচুর খেলা রয়েছে। হয়তো তাদের মধ্যে অনেকেই আগামী চার বছর পর্যন্ত টিকে থাকবে না। সে হিসেবে আমাদের নতুনদের জায়গা দিতে হবে। তবে অধিনায়কত্ব আমাকে সব সময় মজা দিয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৬
এমএমএস