ঢাকা: ভাগ্যটা আর সহায় হলো না যুবরাজ সিংয়ের। ইনজুরির কারণে শেষ পর্যন্ত চলমান টি-টোয়েন্টি আসর থেকে সরেই যেতে হলো ২০০৭ বিশ্বকাপ জয়ী এ অলরাউন্ডারকে।
গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পায়ে মারাত্মক চোট পান যুবরাজ। পরে শেষ চারে তার খেলার ব্যাপারে শঙ্কা জাগে। আর এবার শঙ্কা সত্যি হওয়ায় মুম্বাইয়ের ওয়াখেড়ে স্টেডিয়ামে খেলা হচ্ছে না তার।
এদিকে যুবরাজের ইনজুরি শঙ্কার কারণে বদলি ক্রিকেটার নিয়ে ভারতীয় দলে বিভক্তি সৃষ্টি হয়। গুঞ্জন উঠে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চেয়েছিলেন স্পিনার পবন নেগিকে। আর টিম ডিরেক্টর রবি শাস্ত্রির পছন্দ ছিলো মিডলঅর্ডার ব্যাটসম্যান আজিঙ্কে রাহানে। কিন্তু পান্ডের ওপর ভরসা ছিলো দলের সেরা তারকা বিরাট কোহলির। তাই শেষ পর্যন্ত কোহলির ইচ্ছেই পূরণ হলো।
পান্ডে প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি আইপিএলে সেঞ্চুরি করেছিলেন। তরুণ এ ক্রিকেটার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত চারটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৬
এমএমএস