তেঁতুলিয়া, কালিগঞ্জ থেকে: তিন বন্ধু আর সেজো ভাই মোখলেসুর রহমানকে নিয়ে পাশের ইউনিয়ন নলতায় যাওয়ার প্রস্তুতি মুস্তাফিজুর রহমানের। নতুন কেনা কালো রঙ্গের এলিয়ন নিয়ে সকাল সকাল ঘুরতে বের হওয়ার সিদ্ধান্ত গতকালের।
বাড়ির উঠোনের এক কোনো দাঁড়িয়ে মুস্তাফিজ। এলাকার ছেলেদের হট্টগোল; মুস্তাফিজের সঙ্গে ছবি তোলা চাই-ই চাই। মুস্তাফিজও কাউকে ফেরাচ্ছেন না। কাঁধে কাঁধ লাগিয়ে যথেষ্ট সময় নিয়েই ছবি তোলার সুযোগ দিচ্ছেন নিজ গ্রাম-পাশের গ্রামের ছেলেদের।
কাছের বন্ধুদের ছাড়া এলাকার মানুষকে সময় খুব কমই দেওয়া হয়। সকালে ঘুরতে বের হয়ে রাতেও ফেরেন-এমনও হয়। মুস্তাফিজ বলছিলেন, বাড়িতে তো তেমন থাকিই না, আরেকটু পর আসলে তো পেতেন না।
গ্রামের বাড়িতে দূরন্ত এক মুস্তাফিজকেই আবিষ্কার করলাম। বন্ধু-ভাইদের সাথে দুষ্টুমিতেই মেতে থাকেন বেশিরভাগ সময়। এই যেমন মুস্তাফিজের ভাই মোখলেসুর রহমানের সঙ্গে কথা বলার সময় গাড়িতে হর্ন বাজিয়ে বেশ কিছুক্ষন দু’জনকে বিরক্ত করে গেলেন! টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে বাড়ি ফিরে দারুণ সময়-ই কাটাচ্ছেন মুস্তাফিজ।
০৩ এপ্রিল ঢাকা পৌঁছে ০৫ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে খেলতে যাওয়ার কথা মুস্তাফিজের। সেখান থেকে চলে যাবেন ইংলিশ ক্লাব সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে। তাইতো অবসরটাকে একটু বেশিই উপভোগ করতে চাইছেন বিশ্বকে চমকে দেয়া এই ক্রিকেটার।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৬
এসকে/এমআর