ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

সৌম্যর সুন্দরবন-ট্রিপ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, এপ্রিল ১, ২০১৬
সৌম্যর সুন্দরবন-ট্রিপ ছবি: সংগৃহীত

সাতক্ষীরা থেকে: অপরূপ সৌন্দর্য ও জীব-বৈচিত্র্যে ভরপুর সুন্দরবন পর্যটকদের কাছে প্রিয় স্থানের একটি। বাংলাদেশ দলের ক্রিকেটার সৌম্য সরকারের কাছেও তাই।

এর আগেও বেশ কয়েকবার সুন্দরবন ঘুরতে গেছেন সৌম্য। হৈ-হুল্লোড় করে ফিরেছেন বন্ধুদের সঙ্গে।

এবার মনটা ভালো করতে সুন্দরবনে যাওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সৌম্য। তাই মনটা একটু খারাপই। মনটাকে ঠিক করতেই বৃহস্পতিবার সকাল-রাত সুন্দরবনে কাটিয়েছেন সৌম্য। বাসায় ফিরেছেন গভীর রাতে।

শুক্রবার (০১ এপ্রিল) সকালে তাই ঘুম থেকে উঠতে কিছুটা বিলম্বই হলো সৌম্যের। তার ফাঁকে বেশ কিছুক্ষণ ক্রিকেটীয় গল্প হলো সৌম্যর বাবা কিশোরী মোহন সরকারের সঙ্গে।

এরপর সৌম্য এসে প্রথমেই জানালেন সুন্দরবন ট্রিপ প্রসঙ্গে, ‘যাদের সঙ্গে গিয়েছি তাদের বেশিরভাগই এলাকার বড় ভাই, বন্ধু মাত্র একজন ছিল। একটু নিজের মতো সময় কাটাতেই সুন্দরবন যাওয়া। ’

সৌম্যর সাতক্ষীরার মাঠপাড়া বাড়ি থেকে সুন্দরবন খুব দূরে নয়। সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জের দূরত্ব ৮০ কিলোমিটার। ওখান থেকে বোটে চড়ে সহজেই যাওয়া যায় সুন্দবনের কলাগাছিয়া পয়েন্টে।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।