ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের কোচ হতে আগ্রহী ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
ভারতের কোচ হতে আগ্রহী ওয়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের মতো ব্যাটিং শক্তির ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়া নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে।

 

আর ভারতের নতুন কোচ হতে আগ্রহ দেখিয়ে ওয়ার্ন জানান, আমি ভারতের বর্তমান দলটির সঙ্গে কাজ করতে আগ্রহী। তারা দারুণ ট্যালেন্ট একটি দল। তাদের কাজগুলোও অসাধারণ। এটা আমার জন্য চ্যালেঞ্জিং একটি দায়িত্ব হবে। কারণ, ভারতীয় দলের সঙ্গে কাজ করা সবসময়ই চাপ তৈরি করে। তাদের শত কোটির উপরে সমর্থক রয়েছে। আপনি এমন একটি দলকে নিয়ে কাজ করতে গিয়ে কোনো ভুল করলেই তারা আপনাকে চেপে ধরবে। আমিও বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কারণে এরকম চাপের মধ্যে থেকেছি।

৪৬ বছর বয়সী ওয়ার্ন আরও জানান, আমি কখনোই কোনো বিষয়ে না করিনি। আমার জীবনে অনেক কিছুই ঘটেছে যেখান থেকে আমি পিছপা হইনি। ভারতের কোচিং করাতে সুযোগ দিলে আমি তা খুশি মনেই গ্রহণ করবো। ভারতীয় ক্রিকেট বোর্ড আমাকে সুযোগ দিলে সেটি আমি ভালোই উপভোগ করবো।

শুধু ভারত না, ইংল্যান্ডকে কিংবা আইপিএলের কোনো দলকে কোচিং করানোর দায়িত্ব দিলে তা গ্রহণ করবেন বলেও জানান শেন ওয়ার্ন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।