ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

আবু নাসের স্টেডিয়াম যেভাবে ‘লাকি ভেন্যু’ হলো

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, এপ্রিল ৩, ২০১৬
আবু নাসের স্টেডিয়াম যেভাবে ‘লাকি ভেন্যু’ হলো ছবি: মাঞ্জারুল ইসলাম-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা থেকে: শেখ আবু নাসের স্টেডিয়াম বাংলাদেশ দলের ভালো পারফরম্যান্সের জন্য বরাবরই উর্বর। ক্রিকেটের সব ফরম্যাটেই এ মাঠে ভালো খেলে টাইগাররা।

গত বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এ মাঠেই ওপেনিংয়ে রেকর্ড পাটনারশিপ (৩১২) গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

 

সে দিনই তামিম করেন দেশের মাটিতে প্রথম ডাবল সেঞ্চুরি (২০৬)। শুধু ব্যক্তিগত কীর্তিই নয়, ম্যাচ জয়ের দিক থেকেও এ মাঠ সহজে ফেরায় না টাইগারদের। শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশের পারফরম্যান্স কাটাছেড়া করলে ‘লাকি ভেন্যু’ ট্যাগটা লাগাতে পারেন যে কেউ-ই।
 
পারফরম্যান্সের বিবেচনাতেই কী খুলনার এ স্টেডিয়ামকে লাকি ভেন্যু বলা হয়? আসলে লাকি ভেন্যু বলার কারণ একটি সংখ্যা! ‘সাত’ নম্বর সংখ্যাটিকে লাকি হিসেবে ধরা হয়। এই ‘সাত’ সংখ্যাটিই লাকি ভেন্যুতে রুপান্তর করেছে স্টেডিয়ামটিকে।

 

২০১২ সালের ১২ অক্টোবর আইসিসি’র ম্যাচ রেফারি রোশান মহানামা এলেন স্টেডিয়ামটি পরিদর্শন করতে। মাসের শেষের দিকে আইসিসি’র ১০৭তম ও দেশের মধ্যে ৭ম টেস্ট ভেন্যু হিসেবে মর্জাদা পায় শেখ আবু নাসের স্টেডিয়াম। সাত নম্বর সংখ্যাটিকে প্রতিপাদ্য করেই লাকি ভেন্যু বলা হয় এটিকে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।