কলকাতার ইডেন গার্ডেন্স থেকে: পরনে হলুদ, বেগুনী ও লাল রঙের শাড়ি। মাথায় ফুলেল খোঁপা আর হাতে চকচকে তরবারি।
ঢাকঢোলের তালে তালে নাচতে থাকলো তরুণ-তরুণী আর শিশুর দলটি। তাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক নৃত্যের তালে তালে যেন নেচে উঠলো ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার ইডেন গার্ডেন্সও।
রোববার (৩ এপ্রিল) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের মেয়েদের ফাইনাল শেষে ও ছেলেদের ফাইনাল শুরুর আগে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এ নৃত্য পরিবেশন করা হয়।
ক্রিস গেইল ও জো রুটদের খেলা দেখার উত্তেজনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান হজারো দর্শককে যেন উন্মাদনায় ভাসিয়ে দিলো কিছু সময়ের জন্য।
স্থাণীয় সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এইচএল/এইচএ/