ঢাকা: সফলভাবে শেষ হলো ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আইসিসি’র প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বিশ্বাস করেন বর্তমানে এই ফরম্যাটটি বিশ্ব ক্রিকেটে দারুণ সফলতা পেয়েছে।
রোববার (০৪ এপ্রিল) নারী ও পুরুষ বিশ্বকাপের ফাইনালের আগে বিশ্বকাপ নিয়ে আনুসাঙ্গিক আলোচনা করেন রিচার্ডসন। সেই সঙ্গে আইসিসি’র ইভেন্টকে কিভাবে অলিম্পিকে অর্ন্তভূক্ত করা যায় সেটির ব্যাপারেও আলোচনা করেন তিনি।
এদিকে টুর্নামেন্টে প্রথম পর্ব শেষ হওয়ার পর সমালোচনা হয়েছিলো এটি বিশ্বকাপে অংশ ছিলো না। বিশেষ করে স্কটল্যান্ডের অধিনায়ক প্রেস্টন মোমেনসন ও নেদারল্যান্ডসের পিটার বোরেন ব্যাপারটির কড়া সমালোচনা করেছিলেন। তবে এমন সমালোচনাকে উড়িয়ে দিলেন রিচার্ডসন। তিনি জানা প্রথম পর্বটি বিশ্বকাপেরই অংশ ছিলো।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৬
এমএমএস