ঢাকা: আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। কলকাতার ইডেন গার্ডেন্সে রোববারের (৩ এপ্রিল) জাকজমকপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে পুরুষ ও নারী দলের টি-২০ বিশ্বকাপের পর্দা নামে।
সোমবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের সেরা দলের তালিকা প্রকাশ করে আইসিসি। নারী টিমে বাংলাদেশের কোনো খেলোয়াড় সুযোগ পাননি।
পুরুষ টিমে (দ্বাদশ খেলোয়াড়সহ) ইংল্যান্ডের চারজন, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দু’জন করে এবং অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দলের একজন ক্রিকেটার টি-২০ ওয়ার্ল্ডকাপের সেরা টিমে নাম লিখিয়েছেন। অন্যদিকে, নারী দলে নিউজিল্যান্ডের চারজন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দু’জন আর পাকিস্তান ও দ. আফ্রিকা থেকে আছেন একজন করে।
বিরাট কোহলিকে পুরুষ টিমের অধিনায়ক নির্বাচন করেছেন বিশেষজ্ঞরা যেখানে নারী দলের অধিনায়ক হয়েছেন বিশ্বকাপ জয়ী স্টেফানি টেইলর। সাবেক ক্রিকেট তারকা ও সম্মানিত ধারাভাষ্যকারদের সমন্বয়ে নির্বাচক প্যানেলের মাধ্যমে দু’টি ব্যালেন্সড টিম বাছাই করা হয়।
বিশ্বকাপের সেরা টিম (ব্যাটিং অর্ডার অনুযায়ী):
১। জ্যাসন রয় (ইংল্যান্ড)
২। কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক)
৩। বিরাট কোহলি (ভারত, অধিনায়ক)
৪। জো রুট (ইংল্যান্ড)
৫। জস বাটলার (ইংল্যান্ড)
৬। শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
৭। আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
৮। মিচেল সান্টনার (নিউজিল্যান্ড)
৯। ডেভিড উইলি (ইংল্যান্ড)
১০। স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)
১১। আশিষ নেহরা (ভারত)
দ্বাদশ খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
নারী দল:
১। সুজি বেটস (নিউজিল্যান্ড)
২। চার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড)
৩। মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
৪। স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক)
৫। স্টোফি ডিভাইন (নিউজিল্যান্ড)
৬। রাচেল প্রিয়েস্ট (নিউজিল্যান্ড, উইকেটরক্ষক)
৭। ডিন্দ্র ডোটিন (ওয়েস্ট ইন্ডিজ)
৮। মেগান শুট (অস্ট্রেলিয়া)
৯। সুনে লুস (দক্ষিণ আফ্রিকা)
১০। লেইগ কাস্প্রেক (নিউজিল্যান্ড)
১১। আনইয়া স্রাবসোল (ইংল্যান্ড)
দ্বাদশ খেলোয়াড়: আনাম আমিন (পাকিস্তান)
আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জিওফ অ্যালারডাইস বলেন, ‘২৬টি টিমের হয়ে খেলা প্রায় ৪০০ ক্রিকেটার থেকে পুরুষ ও নারী দল নির্বাচন করাটা এক্সপার্টসদের জন্য বেশ কঠিনই ছিল। সফল ইভেন্ট সম্পন্নে অসাধারণ পারফরম্যান্সের জন্য সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, নির্বাচকরা দু’টি ব্যালেন্সড টিম বাছাই করেছে যারা যেকোনো ধরনের কন্ডিশনে যেকোনো দলকে হারাতে সক্ষম। ’
বিশ্বকাপের সেরা টিম বাছাইয়ে সিলেকশন প্যানেলে যারা ছিলেন:
জিওফ অ্যালারডাইস (আইসিসি জেনারেল ম্যানেজার-ক্রিকেট, চেয়ারম্যান)
ইয়ান বিশপ (ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার)
নাসের হুসাইন (সাবেক ইংল্যান্ড অধিনায়ক)
মেল জোন্স (অস্ট্রেলিয়া নারী দলের সাবেক ব্যাটার)
সঞ্জয় মাঞ্জেকার (সাবেক ভারতীয় ব্যাটসম্যান)
লিসা স্ট্যালেকার (অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অলরাউন্ডার)
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
এমআরএম