ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্যামিদের সঙ্গে আলোচনায় বসতে রাজি ক্যারিবীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
স্যামিদের সঙ্গে আলোচনায় বসতে রাজি ক্যারিবীয় বোর্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম - ফাইল ফটো

ঢাকা: টি-২০ বিশ্বকাপ জয়ের পর আবেগপ্রবণ ড্যারেন স্যামি নিজ দেশের ক্রিকেট বোর্ডের সমালোচনা করেন। স্যামির মন্তব্যে ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতেও রাজি হয়েছে ডব্লিউআইসিবি।

 

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে। যথাযথ সমর্থন না পাওয়ায় বোর্ডের সমালোচনা করার পর, বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন এক বিবৃতিতে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ব্যক্ত করেন। সেরা ক্রিকেটাররা যাতে ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারে তার জন্য সঠিক সমাধান বের করতে চান ক্যারিবীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট।

ইংল্যান্ডকে হারানোর পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী পর্বে বোর্ডের বিরুদ্ধে কঠিন শব্দ উচ্চারণ করেন স্যামি। বলেন, ফাইনালের আগে তিনি ডব্লিউআইসিবি থেকে মেইল, ম্যাসেজ ও শুভকামনা পেয়েছেন, কিন্তু, এটা ‘খুবই হতাশাজনক’ ছিল বলে দাবি করেন তিনি। এসব কিছুই নাকি ডব্লিউআইসিবি থেকে সরাসরি বলা হয়নি। প্রতিক্রিয়ায় স্যামির মন্তব্যকে ‘অনুপযুক্ত’ বলে আখ্যা দেন ক্যামেরন এবং অধিনায়কের কাছ থেকে এসব কথা আগে শোনেননি বলে তিনিও (ক্যামেরন) হতাশা প্রকাশ করেন।

এক বিবৃতিতে ক্যামেরন উল্লেখ করেন, ‘চলতি বছরের মে মাসে প্লেয়ার্স, ডব্লিউআইপিএ (ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন), নির্বাচক ও টেকনিক্যাল টিমের সঙ্গে আলোচনা করে প্লেয়ার, ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল প্ল্যান পর্যালোচনা করা হবে। কীভাবে সঠিক উপায় বের করা যায় সেদিকেই দৃষ্টি রাখছি, যাতে করে এ অঞ্চলের সেরা খেলোয়াড়রা যেন ওয়েস্ট ইন্ডিজ টিমে খেলার সুযোগ পায়। ’

প্রসঙ্গত, ২০১৪ ভারত সফরে সিরিজ বর্জন করার পর থেকেই ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও স্যামি ওয়ানডে দলের বাইরে। গত বছরের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডেও ব্রাভো ও পোলার্ডকে রাখা হয়নি। এবার হয়তো কিছু একটা সুরাহা করতে চাইছেন ডেভ ক্যামেরন। স্যামির কড়া সমালোচনার জেরেই কী নড়েচড়ে বসেছে ডব্লিউআইসিবি!

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।