ঢাকা: বিশ্বকে তাক লাগিয়ে রেকর্ড দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হলো ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে ড্যারেন স্যামিরা।
আর মাঠের খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরেও চ্যাম্পিয়নের মতো কাজ করলো দলটি। বিশ্বকাপ থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ দান করলো ক্যারিবীয়রা।
ইংলিশদের বধ করে চ্যাম্পিয়ন হওয়ার পর বাধ ভাঙা উল্লাসে মেতেছিলো পুরো ক্যারিবীয় দল। সোমবার কলকাতার মাদার তেরেসা মিশনারিজ অব চ্যারিটিতে অর্থ দান করে দলটি।
বিশ্বকাপ জেতার পরেই গেইলরা ‘মিশনারিজ অফ চ্যারিটিতে’এ অর্থ দান করেছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষ থেকে তা টুইট করে জানানোও হয়েছে। দলের থেকে তোলা অর্থ ‘মিশনারিজ অফ চ্যারিটিজ-এ পৌঁছে দেন ক্যারিবীয়ান ম্যানেজার রাওয়াল লিউয়িজ।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৬
এমএমএস