ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনীল নারাইনের বোলিং অ্যাকশন বৈধ হিসেবে ঘোষণা দিয়েছে আইসিসি। আইপিএল শুরুর আগে এমন সুসংবাদে স্বস্তির নিঃশ্বাসই ফেলছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে পড়ার পর নিষেধাজ্ঞার আওতায় পড়েন নারাইন। এরপর থেকেই ক্রিকেটের বাইরে ২৭ বছর বয়সী এ ডানহাতি অফস্পিনার।
কিন্তু, বোলিং পরীক্ষায় তার সব ধরনের ডেলিভারিই এখন বৈধ হিসেবে প্রমাণিত। তবে ভবিষ্যতে আম্পায়ারদের চোখে নারাইনের বোলিংয়ে কোনো রকম ক্রুটি ধরা পড়লে তারা যেকোনো সময়ই রিপোর্ট করতে পারবেন।
গত ২৮ মার্চ আইসিসি স্বীকৃত চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র ইউনিভার্সিটিতে নারাইনের বোলিং অ্যাকশনের পুনঃপরীক্ষা করা হয়। বোলিংয়ে ‘মুক্তি’ পাওয়ায় তার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলতে আর কোনো বাধা নেই।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার নারাইন। চার মৌসুমে ৭৪টি উইকেট নিয়েছেন রহস্যময় এ স্পিনার এবং কলকাতাকে ২০১২ ও ২০১৪ আসরের শিরোপা এনে দিতে রাখেন অনবদ্য ভূমিকা।
এদিকে, বাবার মৃত্যুর কারণে কলকাতার হয়ে প্রথম ম্যাচটিতে নাও খেলতে পারেন নারাইন। ইতোমধ্যেই তিনি দেশে ফিরে গেছেন। রোববার (১০ এপ্রিল) ইডেন গার্ডেনসে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে শাহরুখ খানের কেকেআর।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
এমআরএম