ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, এপ্রিল ৮, ২০১৬
ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন

ময়মনসিংহ: ময়মনসিংহে দ্য ফারমার্স ব্যাংক লিমিটেড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (০৮ এপ্রিল) সকালে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে এ ক্রিকেট লিগের উদ্বোধন করেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

 

জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন।

এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন জানান, এ ক্রিকেট লিগে মোট ১১টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে দীপু সায়েম স্মৃতি পরিষদ ও বাঘমারা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।