ঢাকা: গৃহকর্মী নির্যাতনের জন্য পেসার শাহাদাত হোসেনকে সাসপেন্ড করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাসপেনশন উহ্য না হলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না তিনি।
আগামীকাল অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। যদি এর মধ্যে শাহাদাতের সাসপেনশন উহ্য হয় তাহলে কালই প্লেয়ার্স বাই চয়েজের তালিকায় ‘বি’ গ্রেডের খেলোয়াড় হিসেবে তালিকায় চলে আসবে শাহাদাতের নাম।
শাহাদাত প্রসঙ্গে মাহবুব আনাম শনিবার (০৯ এপ্রিল) বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, শাহাদাত হোসনেক কোনো একটা কারণে বিসিবি সাসপেন্ড করেছিল। সাসপেনশন উহ্য করার বিষয়টি প্রক্রিয়ারত রয়েছে। তার উপর সার্বিকভাবে বিসিবি যদি সন্তুষ্ট থাকে,অকশনের আগে যদি তার নামটা বিসিবি থেকে ক্লিয়ারড পাই তাহলে শাহাদাত অকশনে থাকবে। আর পরে যদি ওঠে সে ‘ফ্রি প্লেয়ার’ হিসেবে থাকবে। ক্লাবের সাথে সমঝোতার মাধ্যমে দল পাবে। তার ক্যাটাগরি ‘বি’-ওটাই থাকবে।
জামিনে মুক্ত থাকা শাহাদাত হোসেন আজও একাডেমি মাঠের নেটে বোলিং অনুশীলন করেছেন। ডিসেম্বরে জামিনে মু্ক্ত হওয়ার পর থেকেই অনুশীলনে নিয়মিত দেখা গেছে এ ডানহাতি পেসারকে। ১০ এপ্রিল তার মামলার পরবর্তী শুনানি । হয়তো ওই দিনে রায় আসতে পারে। জানা গেছে, দু’পক্ষ সমঝোতার মাধ্যমে সব কিছু মীমাংসা করে নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৬
এসকে/এমএমএস
** ডিপিএলের ‘প্লেয়ার্স ড্রাফট’ রোববার
** প্রচলিত আইন মেনেই ‘প্লেয়ার্স কন্ট্রাক্ট’