ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‍আমিরকে রেখেই ইংল্যান্ড সফরের পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ৫, ২০১৬
‍আমিরকে রেখেই ইংল্যান্ড সফরের পাকিস্তান দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ভিসা সংক্রান্ত জটিলতায় মোহাম্মদ আমিরের ইংল্যান্ডে যাওয়া হবে কিনা তার সুরুহা এখনো পর্যন্ত হয়নি। এরই মধ্যে ইংলিশদের বিপক্ষে আমিরকে রেখেই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষের পর এবারই প্রথম টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেন আমির। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে ২৪ বছর বয়সী এ প্রতিভাবান পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটে।

আগামী ১৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে পাকিস্তান দল। এক সপ্তাহের মধ্যে আমিরের ভিসা পাওয়ার ব্যাপারে আশাবাদী পিসিবি। ইতোমধ্যেই তার ভিসার আবেদনের বিষয়টি ইংলিশ ক্রিকেট বোর্ডও (ইসিবি) সমর্থন দিয়েছে।

এদিকে, পাকিস্তানের সবশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, বিলাল আসিফ, ফাওয়াদ আলম ও জুনায়েদ খান। অপরদিকে, আমির ছাড়াও ১৭ সদস্যের দলে ফিরেছেন সামি আসলাম, ইফতেখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, সোহেল খান।

গত মার্চে ডোপিং নিষেধাজ্ঞা কাটানোর পর প্রথম আন্তর্জাতিক সিরিজে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার দায়ে গত বছরের ডিসেম্বরের তার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছিল আইসিসি। পরে নিউজিল্যান্ড ট্যুর, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ মিস করেন ইয়াসির।

হাঁটুর ইনজুরিতে ভোগা মোহাম্মদ হাফিজকেও দলে রাখা হয়েছে। গত মার্চে টি-২০ বিশ্বকাপ চলাকালীন ইনজুরি আক্রান্ত হন এ অভিজ্ঞ ব্যাটসম্যান। এক মাসেরও অধিক সময় পর প্রথম টেস্ট শুরুর আগেই হাফিজের পূর্ণ ফিটনেসের ব্যাপারে আশাবাদী নির্বাচকরা।

ব্যাক-আপ ওপেনার হিসেবে ২০ বছর বয়সী সামি আসলামকে দলে রেখেছেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক। গত বছরের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। আসলাম পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন।  অন্যদিকে, ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে টেস্ট অভিষেকের অপেক্ষায় ১৫টি ওয়ানডে ও ৯টি টি-২০ খেলা মোহাম্মদ রিজওয়ান।

চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সমারসেট ও সাসেক্সের বিপক্ষে দু’টি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী ১৪ জুলাই লর্ডস টেস্ট দিয়ে টেস্ট সিরিজ মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্ট ওল্ড ট্রাফোর্ডে (২২-২৬ জুলাই)। ২৯ জুলাই তৃতীয় ও ১১ আগস্ট কেনিংটন ওভালে শেষ টেস্ট শুরু হবে।

টেস্ট সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি ওয়ানডে খেলবে সফরকারীরা। এরপর পাঁচটি ওয়ানডে ও এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আবারো ‍মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।

পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, শান মাসুদ, সামি আসলাম, মিসবাহ উল হক (অধিনায়ক), ইউনিস খান, ‍আজহার আলী, আসাদ শফিক, ইফতেখার আহমেদ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), জুলফিকার বাবর, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, রাহাত আলী, ইমরান খান ও সোহেল খান।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।