ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একাদশ রাউন্ড শেষে এবার সুপার লিগে লড়বে শীর্ষে থাকা ছয়টি দল। ১১ রাউন্ড শেষে চলমান ডিপিএলের এই আসরে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন সিনিয়র ক্রিকেটাররা।
একাদশ রাউন্ড শেষে দেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়া গাজী গ্রুপের ওপেনার শামসুর রহমানের। বোলিংয়ে টাইগারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে মাশরাফি বিন মর্তুজা।
শামসুর রহমান এবারের আসরের ১১টি ম্যাচে ব্যাট হাতে নেমে করেছেন ৫৫৮ রান। চারটি অর্ধশতকের সঙ্গে তার রয়েছে একটি শতক। ৮৬.৬৪ স্ট্রাইকরেটে আর ৫৫.৮০ ব্যাটিং গড়ে গাজীর এই ব্যাটসম্যান ৬৩টি বাউন্ডারির সঙ্গে ১১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। এ তালিকায় দুইয়ে রয়েছেন ভিক্টোরিয়ার আবদুল মজিদ। দুটি শতক হাঁকানো এই ওপেনার ৫৩৮ রান করেছেন।
এদিকে, বোলিংয়ে সর্বোচ্চ ২৩টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন ভিক্টোরিয়ার লঙ্কান বোলার চতুরাঙ্গা ডি সিলভা। তবে, দেশি ক্রিকেটারদের মধ্যে শীর্ষে রয়েছেন ২২ উইকেট দখল করা কলাবাগান ক্রিড়া চক্রের দলপতি মাশরাফি। ২২ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন আরেক দেশি পেসার কামরুল ইসলাম রাব্বি। ভিক্টোরিয়ার রাব্বির পর রয়েছেন ২১ উইকেট পাওয়া শেখ জামালের দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। পাঁচ নম্বরে রয়েছেন ২০ উইকেট নেওয়া মোহামেডানের নাঈম ইসলাম। আর ছয়ে কলাবাগান ক্রিড়া চক্রের ১৮ উইকেট দখল করা আবদুর রাজ্জাক।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৯ জুন ২০১৬
এমআরপি