ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান হবে বিশ্বের এক নম্বর দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ১০, ২০১৬
পাকিস্তান হবে বিশ্বের এক নম্বর দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের নবনিযুক্ত কোচ মিকি আর্থার নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে লাহোরে পা রেখেছেন। আর দক্ষিণ আফ্রিকান এই কোচ মিশন শুরুর আগেই জানান দিলেন, পাকিস্তানকে খুব শিগগিরই বিশ্বের এক নম্বর দল হিসেবে গড়ে তুলবেন।

 

তিন ফরমেটের ক্রিকেটে পাকিস্তানকে এক নম্বরে রাখাই আমার প্রধান লক্ষ্য-এমনটি জানান আর্থার।

 

ওয়াকার ইউনুসের স্থলাভিষিক্ত হওয়া আর্থার লাহোরে নেমে সংবাদকর্মীদের জানান, আমার সংক্ষিপ্ত কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হলো পাকিস্তানের ক্রিকেটকে তার নিজস্ব সংস্কৃতির মধ্যে ফিরিয়ে আনা। আর আমার দীর্ঘ কাজের মধ্যে রয়েছে ক্রিকেটের তিন ফরমেটেই পাকিস্তানকে এক নম্বর দল হিসেবে গড়ে তোলা।

পাকিস্তান এই মুহূর্তে টেস্টে তিন নম্বরে রয়েছে। তবে, রঙ্গীন পোশাকে দেশটি রয়েছে নিচের দিকে। ওয়ানডেতে তাদের অবস্থান নয় নম্বরে আর টি-টোয়েন্টি ফরমেটে রয়েছে সাত নম্বরে।

এ প্রসঙ্গে আর্থার জানান, এই মুহূর্তে পাকিস্তানের টেস্ট ক্রিকেট অনেক এগিয়ে। আমরা যদি উপমহাদেশের বাইরে আরও ভালো করতে পারি আমার বিশ্বাস দলটি আরও সামনে এগিয়ে যাবে। আমার দলটি শুধু টেস্টেই না বাকি দুই ফরমেটেও এগিয়ে যাবে। আমি ছাত্রদের নিয়ে সেভাবেই কাজ করে যাবো।

আর্থারের প্রথম মিশন শুরু হচ্ছে ইংলিশদের বিপেক্ষ। জুলাইয়ের ১৪ তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নামবে পাকিস্তান। এরপর আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে আর্থার শিষ্যরা। সেপ্টেম্বরে ক্যারিবীয়দের সঙ্গে খেলে নভেম্বরে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপরই তাদের রয়েছে অস্ট্রেলিয়া সফর।

গত এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের পর বাজে পারফর্ম করা পাকিস্তানের কোচের পদ ছেড়ে দেন ওয়াকার ইউনুস। এরপর থেকে বিদেশি কোচের দারস্থ হয় পিসিবি। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মিকি আর্থারকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় গত ০৬ মে। কোচের দৌড়ে আরও হাই-প্রোফাইল ক্রিকেট বিশেষজ্ঞ থাকলেও আর্থারের উপরই ভরসা রাখে পাকিস্তান। ১১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা আর্থার ১৫০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।

এর আগে আর্থার ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচের পদে ছিলেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার দায়িত্ব পালন করেন তিনি। তবে, ২০১৩ সালে তিনি অজি কোচের পদ থেকে সড়ে দাঁড়ান। অজিরা তার অধীনে ১৯টি টেস্টের দশটিতেই জিতেছিল।

সম্প্রতি আর্থার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ পিএসএলে করাচি কিংসের কোচ ছিলেন। তার অধীনে দলটিতে খেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শোয়েব মালিকরা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১০ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।