ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাকিবের পরেই আল আমিন, শীর্ষে বদ্রি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৫, সেপ্টেম্বর ১১, ২০১৬
সাকিবের পরেই আল আমিন, শীর্ষে বদ্রি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আইসিসির সবশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি বোলারদের তালিকায় এক নম্বরে অবস্থান করছেন। টাইগার বোলারদের হয়ে ১৪ ও ১৫তম স্থানে রয়েছে সাকিব ও আল আমিনের নাম।


 
সবশেষ তালিকায় শীর্ষে থাকা ক্যারিবীয়ান তারকা বদ্রি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহিরকে। ৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে বদ্রি। আর ৩ রেটিং পয়েন্ট কম নিয়ে তালিকায় দুইয়ে ইমরান তাহির।
 
বোলারদের ক্যাটাগরিতে তিন নম্বরে রয়েছেন ভারতের উঠতি তারকা জাসপ্রিত বুমরাহ। টিম ইন্ডিয়ার এই পেসারের রেটিং পয়েন্ট ৭৩৫। চার নম্বরেও রয়েছেন একজন ভারতীয়। ৬৮৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। আর পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার জেমস ফকনার (রেটিং পয়েন্ট ৬৭২)।
 
এছাড়া, ছয় থেকে দশ নম্বর পর্যন্ত তালিকায় রয়েছেন যথাক্রমে দ. আফ্রিকার কাইল অ্যাবোট, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, পাকিস্তানের শহীদ আফ্রিদি, নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে আর আফগানিস্তানের হয়ে চমক দেখানো মোহাম্মদ নবী।
 
১৪ নম্বরে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৬৩১, পরের স্থানে থাকা আল আমিনের পয়েন্ট ৬১২। আর ১৮তম স্থানে থাকা মোস্তাফিজুর রহমানের রেটিং পয়েন্ট ৬০০। এছাড়া, ৪১ নম্বরে রয়েছেন টাইগারদের সীমিত ওভারের দলপতি মাশরাফি। তাসকিন ৬৮ আর মাহামুদুল্লাহ রিয়াদ ৭১ নম্বরে জায়গা করে নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ