ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

হাতের অস্ত্রোপচার সেরেছেন চান্দিমাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, সেপ্টেম্বর ১৯, ২০১৬
হাতের অস্ত্রোপচার সেরেছেন চান্দিমাল দিনেশ চান্দিমাল-ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের হাতের অস্ত্রোপচার করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ঘরোয়া লিগে হাতে চোট পেয়েছিলেন তিনি।

ডানহাতের বৃদ্ধাঙ্গুলে গুরুতর ব্যথা পান। যদিও লঙ্কানদের আগামী আন্তর্জাতিক ম্যাচের আগে আরও বেশ কয়েকটি পরিক্ষা করানো হতে পারে তার।

 

আগামী অক্টোবর-নভেম্বরে লঙ্কানদের জিম্বাবুয়ে সফর রয়েছে। আর ডিসেম্বরে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে তারা।

শ্রীলঙ্কান সহ অধিনায়কের দায়িত্ব পালন করা চান্দিমাল সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন। যেখানে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন।

চান্দিমাল লঙ্কানদের হয়ে এখন পর্যন্ত ৩১টি টেস্ট, ১১৯টি ওয়ানডে ও ৪৫টি টি-২০ খেলেছেন। যেখানে ৩টি ওয়ানডে ও ২১টি টি-২০তে নেতৃত্ব দিয়েছেন। ২০১৩ সালে টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হন ২৩ বছর বয়সী চান্দিমাল। যেটি ছিল লঙ্কান ইতিহাসে যেকোনো ফরম্যাটে সবচেয়ে কম বয়সী হিসেবে অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ