ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আফগান দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, সেপ্টেম্বর ২১, ২০১৬
ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আফগান দল ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছালো আফগানিস্তান ক্রিকেট দল। বুধবার (২১ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৪টা ২০ মিনিটে ১৭ সদস্যের ক্রিকেটার সহ কোচিং স্টাফ মিলিয়ে মোট ২২ জন আসেন।

ঢাকায় পৌঁছানোর পর আগামীকাল (বৃহস্পতিবার)  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে আফগানরা। পরদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইমরুল কায়েস, সাব্বির রহমানদের নিয়ে গড়া বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দলটি।

যুদ্ধ বিধ্বস্ত দলটির অধিনায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আসগর স্টানিকজাই। উইকেটরক্ষক হিসেবে থাকছেন মোহাম্মদ শাহজাদ। এছাড়া মোহাম্মদ নবী, দৌলত জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন স্কোয়াডে।

বাংলাদেশের বিপক্ষে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই দিবারাত্রির। এই সিরিজ দিয়ে ১০ মাস পর ওয়ানডেতে খেলতে নামবে টাইগাররা।

আফগানিস্তান স্কোয়াড: আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসানউল্লাহ জানাত।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ