ঢাকা: শেষ ভালো যার, সব ভালো তার। মিরপুরে সিরিজের শেষ টেস্ট জিতে বিশ্বব্যাপি এখন বাংলাদেশেরই জয়গান।
চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশ মাত্র ২২ রানে হেরে যায়। তবে টাইগাররা মধুর প্রতিশোধ নেয় মিরপুর টেস্টে। ইংলিশদের ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয়ের সঙ্গে সিরিজে আনে সমতা। যেখানে দুই ম্যাচ সিরিজে রেকর্ড ১৯টি উইকেট শিকারি অলরাউন্ডার মিরাজ হন ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরা।
ইংল্যান্ডের এবারের বাংলাদেশ সফরে স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্যের কাজে এসেছিলেন দলটির এক সময়কার নামকরা অধিনায়ক নাসের হুসেইন। আর এই সিরিজ শেষে দু’দলের প্রতিটি ক্রিকেটারের পারফরম্যান্স আলাদাভাবে বিচার করে দিয়েছেন রেটিং পয়েন্ট। যেখানে স্বাগতিক ক্রিকেটারদেরই সাফল্যের দিকে এগিয়ে রেখেছেন তিনি।
চট্টগ্রাম টেস্টেই অভিষেক হয়েছিল মিরাজের। সে ম্যাচেই তরুণ এ ক্রিকেটার তার স্পিন ঘূর্ণিতে প্রথম ইনিংসে ৬ উইকেট সহ তুলে নেন মোট ৭ উইকেট। আর মিরপুরে তো বলতে গেলে এই মিরাজের কাছেই হেরে যায় সফরকারীরা। দুই ইনিংসে ৬টি করে মোট পান ১২ উইকেট। তার এই পারফরম্যান্সে মিরাজ পেয়েছেন ১০ এর মধ্যে সর্বোচ্চ সাড়ে ৯।
বাংলাদেশের হয়ে মিরপুর টেস্টে অসাধারণ সেঞ্চুরি করা ওপেনার তামিম ইকবাল সিরিজ সর্বোচ্চ ২৩১ রানে রেটিং পেয়েছেন ৮। ১২ উইকেটের সঙ্গে ১০৬ রান করা সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম পেয়েছেন ৭ রেটিং পয়েন্ট।
এছাড়া টাইগার বাকি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস ৭, মমিনুল হক ৫.৫, মাহমুদুল্লাহ ৫, সাব্বির রহমান ৬, শুভাগত হোম ৩, তাইজুল ইসলাম ৬, কামরুল ইসলাম রাব্বি ২ ও শফিউল ইসলাম ২ রেটিং পেয়েছেন।
এদিকে ইংল্যান্ড ক্রিকেটারদের মধ্যে বলাই বাহুল্য সবচেয়ে ভালো খেলেছেন অলরাউন্ডার বেন স্টোকস। দুই টেস্টে ১২৮ রানের পাশাপাশি ১১টি উইকেট নিয়েছেন তিনি। আর নাসেরের বিবেচনায় ইংলিশদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট সাড়ে ৮ পেয়েছেন ডানহাতি এ তারকা।
সফরকারী বাকি ক্রিকেটারদের রেটিং- অ্যালিস্টার কুক ৫, বেন ডাকেট ৬, জো রুট ৬, গ্যারি ব্যালেন্স ২, জনি বেয়ারস্টো ৭, মঈন আলী ৭, ক্রিস ওকস ৬, আদিল রশিদ ৪, জাফর আনসারি ৫, স্টিভেন ফিন ৪, স্টুয়ার্ট ব্রড ৬.৫ ও গ্যারেথ ব্যাটি ৬।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৬
এমএমএস