মিরপুর থেকে: ‘প্রতিপক্ষ সম্পর্কে আমাদের ধারণা ভালই আছে। কেননা দলটির বিপক্ষে আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি।
শুক্রবার (৪ নভেম্বর) বিপিএলের এবারের আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ৭টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইটান্স। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর ক্রিকেট একাডেমির মাঠে গণমাধ্যমের সামনে তিনি একথা বলেন।
যথার্থই বলেছেন ল। কেননা সৌম্য সরকার, রুবেল হোসেন, সোহাগ গাজী, নাইম ইসলাম, শহীদ আফ্রিদি ,মোহাম্মদ শাহজাদ ও শারজিল খানদের নিয়ে রংপুর যে দল গড়েছে তাতে তাদের বিপক্ষে জয় পেতে যে কোন দলকেই বেশ কাঠখড়ি পোড়াতে হবে। তাই মাঠে নামার আগেই প্রতিপক্ষ সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে নিয়েছেন।
নিজ দলের কম্বিনেশন সম্পর্কে স্টুয়ার্ট ল’র অভিমত, ‘দলের দেশি ও বিদেশি অভিজ্ঞ প্লেয়ারদের ওপর আমি ভরসা করছি। আমোদের অভিজ্ঞ কিছু বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আছে দেশি অভিজ্ঞ খেলোয়াড়েরাও। যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম ও শফিউল ইসলাম। শুভাগত ও রিয়াদ খুবই আক্রমনাত্মক ব্যাটসম্যান আর শফিউল একজন আক্রমনাত্মক বোলার। ওরা ওদের সেরাটা দিতে পারলে আশা করছি ভাল কিছুই হবে। ’
এই কম্বিনেশনের সমন্বয়েই বিপিএলের চতুর্থ আসেরের শুরুটা ভালো করতে চাইছেন খুলনা টাইটান্স কোচ। আর শুরুটা ভালো করতে পারলে পুরো টুর্নামেন্টে দল দারুণ কিছু করতে পারবে বলেই বিশ্বাস স্টুয়ার্ট ল’র।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০১৬
এইচএল/এমআরএম