ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টিম কম্বিনেশনে আস্থা রাখছেন রাজ্জাক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
টিম কম্বিনেশনে আস্থা রাখছেন রাজ্জাক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: শক্তিশালী দল গড়েও বিপিএলের গত আসরে ভালো ফলাফল করতে পারেনি চিটাগাং ভাইকিংস। ফ্র্যাঞ্চাইজিটি এবার তাই চেয়েছে ভারসাম্যপূর্ণ দল গড়তে।

দেশি-বিদেশি ভালোমানের ক্রিকেটার সংগ্রহে এবার বেশ এগিয়ে দলটি।

ভারসাম্যপূর্ণ দল হওয়ায় এবার তাই শিরোপার জন্য লড়তে চান দলটির অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। সোমবার (০৭ নভেম্বর) মিরপুরে দলীয় অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে এ ক্রিকেটার জানান, ‘টিম কম্বিনেশন আমার কাছে ভালো লেগেছে। দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে ব্যালান্সড টিম হয়েছে। ভালো খেলা সম্ভব এই দল নিয়ে। হার-জিত অনেক সময় ভাগ্যের উপর নির্ভর করে। তারপরও চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করা যাবে। ’

আব্দুর রাজ্জাক গত তিনটি আসরে খেলেছেন ভিন্ন ভিন্ন দলের হয়ে। গত আসরে খেলেছেন সিলেট সুপার স্টারসের হয়ে। তিন আসরে ২৭ ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট। এবার তিনি চান দলের প্রত্যাশা অনুযায়ী সাফল্য এনে দিতে। রাজ্জাক আরও যোগ করেন, ‘ম্যাচে বোলারদের পার্থক্য গড়ে দিতে হবে। তা না হলে রেজাল্ট তো আসবে না। আশা করেই দল আমাদের নিয়েছে, ভালো করতে হবে। চেষ্টা করবো দলের চাহিদা অনুযায়ী ভালো বোলিং করতে। ’

অন্যান্য দলের চেয়ে স্পিন আক্রমণে অনেকটা এগিয়ে এবার চিটাগাং ভাইকিংস। আব্দুর রাজ্জাক ছাড়াও দলটিতে আছেন সাকলাইন সজীব, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নবী, জুবায়ের হোসেন লিখন, শোয়েব মালিকের মতো স্পিনার ও স্পিন অলরাউন্ডার।

দলটিকে শুরুতেই অবশ্য দিতে হচ্ছে বড় পরীক্ষা। কেননা আগামীকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রস্তুতি ভালো হওয়ায় প্রথম ম্যাচের ফলাফল ইতিবাচক হওয়ার আশা করছেন রাজ্জাক, ‘সব টিমেই এবার পরিবর্তন হয়েছে। এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, এ জন্য আমরা আশাবাদী হতে পারছি। ’

চিটাগাং ভাইকিংস: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, এনামুল হক, আবদুর রাজ্জাক, শুভাশিস রায়, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, সাকলাইন সজীব, মোহাম্মদ শহীদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, জুবায়ের হোসেন।

বিদেশি ক্রিকেটার: শোয়েব মালিক, চতুরঙ্গা ডি সিলভা, ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, জীবন মেন্ডিস, টাইমাল মিলস, মোহাম্মদ নবী, গ্রান্ট এলিয়ট, ইমরান খান (জুনিয়র)।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।