ঢাকা: দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্ট অভিষেকের অপেক্ষায় ডোয়াইন প্রিটোরিয়াস। ইনজুরি আক্রান্ত ডেল স্টেইনের জায়গায় সুযোগ পেয়েছেন তিনটি ওয়ানডে খেলা এ ডানহাতি পেসার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের প্রথম দিনে কাঁধের ফ্র্যাকচার ইনজুরিতে ভুগে বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যান স্টেইন। বোলিং করেন মাত্র ১২.৪ ওভার। সে যাই হোক, সোমবার (৭ নভেম্বর) ম্যাচের পঞ্চম দিনে ১৭৭ রানের দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে লিড নেয় প্রোটিয়ারা।
দলের সেরা বোলিং ‘অস্ত্রের’ ঘাটতি পূরণের লক্ষ্যেই ২৭ বছর বয়সী প্রিটোরিয়াসকে বেছে নিয়েছে প্রোটিয়া নির্বাচকরা। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। সবশেষ অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে হোম সিরিজের দলে ছিলেন। যেখানে ৫-০ তে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবেন স্টিভেন স্মিথরা।
আগামী শনিবার (১২ নভেম্বর) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। হোবার্টে বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হবে। সিরিজ বাঁচাতে এ ম্যাচে অজিদের জয় কিংবা ড্রয়ের বিকল্প নেই।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
এমআরএম