ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চিটাগংয়ের প্রথম উইকেটের পতন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
চিটাগংয়ের প্রথম উইকেটের পতন ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তামিম-স্মিথ জুটি ভাঙলেন ইমাদ ওয়াসিম। মোহাম্মদ শরিফের হাতে ধরা পড়েন ক্যারিবীয় তারকা ডোয়াইন স্মিথ (৯)। দলীয় ৩৬ রানের মাথায় প্রথম উইকেট হারালো চিটাগং ভাইকিংস।

মিরপুর থেকে: তামিম-স্মিথ জুটি ভাঙলেন ইমাদ ওয়াসিম। মোহাম্মদ শরিফের হাতে ধরা পড়েন ক্যারিবীয় তারকা ডোয়াইন স্মিথ (৯)।

দলীয় ৩৬ রানের মাথায় প্রথম উইকেট হারালো চিটাগং ভাইকিংস।

এ রিপোর্ট লেখা অবধি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চিটাগংয়ের সংগ্রহ ছয় ওভার শেষে এক উইকেটে ৩৬। তামিম ইকবাল ২৬ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে আনামুল হক।

মঙ্গলবার (৮ নভেম্বর) নতুন সূচিতে মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি মাশরাফি-তামিম। টস জিতে তামিমমের ব্যাটিংয়ে পাঠায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

গত ৪ নভেম্বর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারনে প্রথম দুই দিনের চার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। প্রতিকূল আবহাওয়ার কথা চিন্তা করেই ৮ নভেম্বর থেকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, আসার জাইদি, ইমাদ ওয়াসিম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহেল তানভীর, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরিফ, আল আমিন।

চিটাগং একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, আনামুল হক (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, তাইমল মিলস, জাকির হাসান, নাজমুল হোসেন মিলন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।