ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক টেস্ট জিতলেই ১০ লক্ষ ডলার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এক টেস্ট জিতলেই ১০ লক্ষ ডলার! ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসছে ভারতের চার ম্যাচের সিরিজ শুরু ২৩ ফেব্রুয়ারি থেকে। সিরিজের প্রথম ম্যাচ জিতলেই ভারত পাবে ১০ লক্ষ ডলার। আর তা দেবে খোদ আইসিসি। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ভারত রয়েছে সবার উপরে। ১০৯ পয়েন্টে দু’নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

ভারত যদি স্মিথদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে যায় তা হলে চলতি মৌসুমে আর কোনও দেশ বিরাট কোহালিদের টপকাতে পারবে না। সে ক্ষেত্রে এক নম্বর টেস্ট দল হিসাবে আইসিসির ১০ লক্ষ ডলারের পুরস্কারও পেয়ে যাবে বিরাটরা।

 

গত বছর এই পুরস্কার মূল্য ছিল ৫ লক্ষ ডলার। এই বছরই তা দ্বিগুণ করার কথা ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

তবে এই ১০ লক্ষ ডলার জেতার সম্ভাবনা রয়েছে অজিদেরও। সে ক্ষেত্রে ভারতকে ৩-০ ফলাফলে সিরিজ হারাতে হবে স্মিথ বাহিনীকে। তবে দুর্দান্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়াকে ঘরের মাঠে এত সহজে স্মিথরা হারিয়ে দেবে, সে দাবি হয়তো করছে না অজি সমর্থকরাও।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।