ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সাকিব-মোস্তাফিজের সতীর্থ যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, ফেব্রুয়ারি ২০, ২০১৭
সাকিব-মোস্তাফিজের সতীর্থ যারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ব্যাঙ্গালুরুতে আইপিএলের দশম আসরের নিলামে দল গোছানো শেষ। কলকাতার হয়ে আবারো মাঠ মাতাবেন সাকিব আল হাসান। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দ্রাবাদের মূল বোলার হয়েই থাকছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

সাকিবের সতীর্থ হিসেবে এবার খেলবেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। গতবারের আসরে মোস্তাফিজের সতীর্থ ছিলেন তিনি।

এই কিউই পেসারকে ৫ কোটি ভারতীয় রুপিতে দলে টেনেছে বলিউড বাদশা শাহরুখ খানের কলকাতা।

সাকিবের সতীর্থ হিসেবে আরও থাকছেন:
ক্রিস ওকস-অলরাউন্ডার-৪.২ কোটি ভারতীয় রুপি
কোল্টার নাইল-বোলার-৩.৫০ কোটি ভারতীয় রুপি
রিশি ধাওয়ান-অলরাউন্ডার-৫৫ লাখ ভারতীয় রুপি
ড্যারেন ব্রাভো-ব্যাটসম্যান-৫০ লাখ ভারতীয় রুপি
রভম্যান পাওয়েল-অলরাউন্ডার-৩০ লাখ ভারতীয় রুপি
সায়ান ঘোষ-বোলার-১০ লাখ ভারতীয় রুপি
সঞ্জয় যাদভ-অলরাউন্ডার-১০ লাখ ভারতীয় রুপি
ইষাঙ্ক জাগ্গি-ব্যাটসম্যান-১০ লাখ ভারতীয় রুপি

মোস্তাফিজের সতীর্থ হিসেবে থাকছেন:
রশিদ খান-বোলার-৪ কোটি ভারতীয় রুপি
মোহাম্মদ সিরাজ-বোলার-২.৬০ লাখ ভারতীয় রুপি
একলাওয়া দিভেদি-উইকেটরক্ষক-৭৫ লাখ ভারতীয় রুপি
ক্রিস জর্ডান-অলরাউন্ডার-৫০ লাখ ভারতীয় রুপি
মোহাম্মদ নবী-অলরাউন্ডার-৩০ লাখ ভারতীয় রুপি
বেন লালিন-বোলার-৩০ লাখ ভারতীয় রুপি
প্রাভিন তাম্বে-বোলার-১০ লাখ ভারতীয় রুপি
তন্ময় আগারওয়াল-ব্যাটসম্যান-১০ লাখ ভারতীয় রুপি

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।