ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘নিজে থেকে মুশফিককে বলতে হবে’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
‘নিজে থেকে মুশফিককে বলতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। শুধু অধিনায়কত্বই নয়, লাল-সবুজের ক্রিকেট দলের উইকেটরক্ষক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকাও তিনি পালন করে থাকেন। একাধারে তিনটি গুরু দায়িত্ব তিনি একাই সামলান আর এই তিনটি দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো কিছুটা হাঁপিয়ে উঠেছেন মিস্টার ডিপেন্ডেবল।

ব্যাট হাতে দেদার রান আসছে, অধিনায়কত্বও করছেন ঠিকঠাক, যদিও মাঝে মধ্যে সিদ্ধান্ত কিছুটা ভুল হয়। তারপরেও টেস্টে বদলে যাওয়া বাংলাদেশের রূপকার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মুশফিক।

কিন্তু সম্প্রতি মুশফিককে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। উইকেটের পেছনে তার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বোলারদের বল তার গ্লাভস ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। এতে করে উইকেটতো হাতছাড়া হচ্ছেই, থার্ডম্যান ও ডিপস্কয়ার লেগ অঞ্চল দিয়ে রানও পাচ্ছে প্রতিপক্ষ। আবার মিস হচ্ছে স্ট্যাম্পিংও।

তাই বিষয়টি নিয়ে বেশ নড়েচড়ে বসেছেন বাংলাদেশ ক্রিকেটের কর্তাব্যক্তিরা। বোর্ডের বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে মুশফিক নাকি কিপিং ছেড়েই দিচ্ছেন। আর সেজন্য খুব শিগগিরই তার সাথে আলোচনায় বসবেন বোর্ড কর্তারা। তবে মুশফিকের জন্য স্বস্তির খবর হলো, এই আলোচনায় কিপিং ছাড়ার সিদ্ধান্তটি তার দিক থেকেই আসতে হবে। তিনি কিংপিং ছাড়বেন কি ছাড়বেন না, সেই সিদ্ধান্ত তিনিই দেবেন বলে জানান বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকারাম খান।

তিনি জানিয়েছিলেন, ‘মুশফিকের মতামতটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের দুই চারদিন সময় আছে। আমরা তার সাথে বসব, আলোচনা করবো। যেটা ভালো হয় সেটাই করবো। তার ভাবনাটা কী সেটি জানা দরকার। সে কি চাচ্ছে জানতে হবে। আমি মনে করি মুশফিকের উপর আমাদের আস্থা আছে। হায়দ্রাবাদে আমরা যে শেষ টেস্ট খেলেছি সেখানে পাঁচদিন পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু ভালোই খেলেছে। দীর্ঘ সময় ফিল্ডিং করে সে সেঞ্চুরিও করেছে। আবার উইকেটের পেছনে দায়িত্বও পালন করেছে। ’

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা সফরের টেস্ট দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড ঘোষণার সময়ও ওঠে মুশফিকের উইকেটরক্ষক থাকা না থাকার বিষয়টি। মিনহাজুল আবেদীন জানান, ‘মুশফিক উইকেটরক্ষক হিসেবে আমাদের প্রথম চয়েজ। সে দেশসেরা উইকেটরক্ষক। আমার মনে হয় তিনটি পজিশনের কোনটিতেই মুশফিকের অসুবিধা নেই। এখন নিজে থেকে মুশফিক কিছু না বললে আমাদের কিছু করার নেই। ’

ঘোষিত স্কোয়াডে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে আছেন লিটন কুমার দাস। ভারত টেস্টেও লিটনকে রেখেছিল বিসিবি। আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ভারত টেস্টে ছিলেন না, এবারও নেই। তবে উইকেটের পেছনে মুশফিকের পরিবর্তে সোহানকে এগিয়ে রেখেছেন প্রধান নির্বাচক। তিনি জানান, ‘যদি উইকেট কিপিং নিয়ে প্রশ্ন হয় তাহলে সোহান অনেক ভালো উইকেটরক্ষক। কিন্তু যদি ব্যাটিং নিয়ে ভাবা হয় সেক্ষেত্রে সোহানের থেকে লিটন বেশি প্রাধান্য পাবে। আর উইকেটের পেছনে দায়িত্ব পালনের জন্য লিটনের উপর আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। এজন্যই তাকে আমরা সুযোগ দিয়েছি। ’

বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৫২টি টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ৩৪.৫১ গড়ে করেছেন ৩০৭২ রান। এরমধ্যে সেঞ্চুরি আছে ৫টি আর হাফসেঞ্চুরি আছে ১৫টি। হাবিবুল বাশার, সাকিব ও তামিমের পরে বাংলাদেশের হয়ে এই ফরমেটে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনিই। আর ওয়ানডেতে ১৬৫ ম্যাচ খেলে ৩১.৯২ গড়ে করেছেন ৪১১৮ রান। এই ফরমেটে তার সেঞ্চুরি ৪টি ও হাফ সেঞ্চুরি ২৩টি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।