ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম সেশনে ভারত ৭২/২

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
প্রথম সেশনে ভারত ৭২/২ প্রথম সেশনে ভারত ৭২/২/ছবি: সংগৃহীত

পুনে টেস্টের দুঃস্বপ্ন ভুলে ভারতের সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়া দলপতি বিরাট কোহলি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ ২৭.৫ ওভারে দুই উইকেট হারিয়ে ৭২।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেতশ্বর পুজারার (১৭) বিদায়ে বিরতিতে যায় দু’দল। তাকে পিটার হ্যান্ডসকম্বের ক্যাচে পরিণত করেন স্পিনার নাথান লিওন।

ওপেনার লোকেশ রাহুল ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দু’জনের জুটিতে আসে ৬১।

দলীয় ১১ রানে ওপেনার অভিনব মুকুন্দের (০) উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় ওভারে মুকুন্দকে এলবিডব্লু করে অজিদের দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার মিচেল স্টার্ক।

ভারতের টানা ১৯ টেস্টে (ঘরের মাঠে টানা ২০) অপরাজেয় থাকার দৌড় থামায় অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজের শুরুতেই বড় ‍এক ধাক্কাই খায় বিরাট কোহলির দল। নিজেদের পাতানো ফাঁদেই আটকা পড়ে স্বাগতিকরা! স্পিনবান্ধব উইকেটে তিন দিনেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।

ভারতের মাটিতে টানা সাত টেস্টে হারের পর ৩৩৩ রানের উড়ন্ত জয়ে বাঁধভাঙা উল্লাসে মাতে অজিরা। বাঁহাতি স্পিন ঘূর্ণিতে একাই ১২টি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন ম্যাচ সেরা স্টিভ ও’কিফ। দুই ইনিংস মিলিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২১২ (১০৫ ও ১০৭)।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।