ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-তামিমের পর পেশোয়ার হারালো আফ্রিদিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
সাকিব-তামিমের পর পেশোয়ার হারালো আফ্রিদিকে ছবি: সংগৃহীত

পেশোয়ার জালমিতে সাকিব-তামিমদের সতীর্থ শহীদ আফ্রিদি পিএসএলের ফাইনালে থাকছেন না। লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের আগে ইনজুরিতে পড়েছেন ‘বুমবুম আফ্রিদি’। শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সেখানে অবস্থান করছেন সাকিব-তামিম।

আগামীকাল (রোববার, ০৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালের মঞ্চে লড়বে সাকিব-তামিম-আফ্রিদিহীন পেশোয়ার।

করাচি কিংসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে হাসান আলির বলে কাইরন পোলার্ডের ক্যাচ নিতে গিয়ে ডান হাতে ব্যথা পান আফ্রিদি।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১০ দিনের বিশ্রামে থাকতে হবে আফ্রিদিকে।

আফ্রিদি জানান, ‘আমি খুব করেই চেয়েছিলাম নিজ দেশে পিএসএলের ফাইনালে খেলতে। কিন্তু, দুর্ঘটনার ওপর কারো হাত নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই টুর্নামেন্টটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ভক্তদের আশ্বস্ত করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। ’

করাচি কিংসকে ২৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পেশোয়ার জালমি। শেষ কোয়ালিফাইং ম্যাচে কামরান আকমলের দুর্দান্ত সেঞ্চুরিতে পেশোয়ারের ১৮১ রানের জবাবে সাত উইকেট হারিয়ে ১৫৭ করতে সমর্থ হয় করাচি। প্রথম কোয়ালিফায়ারে কোয়েটা গ্লাডিয়েটরসের কাছে ১ রানের নাটকীয় হারে সরাসরি ফাইনালে উঠতে ব্যর্থ হয় জালমি। দ্বিতীয় প্লে-অফে (এলিমিনেটর) করাচির বিপক্ষে ৪৪ রানে হেরে যায় গতবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। ফলে, ৫ মার্চ কোয়েটা-পেশোয়ার ফাইনালের মধ্যদিয়ে এবারের আসরের পর্দা নামছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ০৪ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।