ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবচেয়ে বেশি সেঞ্চুরি করে ল্যানিংয়ের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
সবচেয়ে বেশি সেঞ্চুরি করে ল্যানিংয়ের রেকর্ড মেগ ল্যানিং-ছবি:সংগৃহীত

বিশ্ব নারী ক্রিকেটে অনন্য এক রেকর্ডের মালিক হলেন মেগ ল্যানিং। অস্ট্রেলিয়া জাতীয় দলের এ অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কের স্কোর  করে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়লেন। এ নিয়ে ১০টি সেঞ্চুরি হলো ডানহাতি এ ব্যাটারের।

১১১ বলে ল্যানিংয়ে সেঞ্চুরিটি কিউইদের বিপক্ষে জয়েরও পথ দেখায়। ২৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে জয় পায় অজি নারীরা।

ফলে তিন ম্যাচ সিরিজে ২-১ এর ব্যবধানে সিরিজ জিতে নেয় দলটি।

১১৬ বলে সাতটি চার ও একটি ছক্কায় ১০৪ রানে অপরাজিত ছিলেন ল্যানিং। তার এই কীর্তিতে পেছনে পড়ে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি শার্লট অ্যাডওয়ার্ডস। তিনি সর্বোচ্চ নয়টি সেঞ্চুরি করেছিলেন।

ক্রিকেট থেকে ২০১৬ সালে অবসর নেওয়া অ্যাডওয়ার্স তার নয়টি সেঞ্চুরি করতে খেলেছিলেন ১৮০টি ম্যাচ। আর ল্যানিং এখন পর্যন্ত ৫২.৩৭ গড়ে মাত্র ৫৭ ম্যাচেই ১০টি সেঞ্চুরি করে বসলেন। তার ক্যারিয়ারে হাফসেঞ্চুরিও রয়েছে সমান ১০টি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।