ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে ৮৭ রানের লিড পেল অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
ভারতের বিপক্ষে ৮৭ রানের লিড পেল অজিরা ছবি:সংগৃহীত

ব্যাঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হলো না অস্ট্রেলিয়ার। আগের দিনের সঙ্গে মাত্র ৩৯ রান যোগ করতেই শেষ চার উইকেট হারালো দলটি। ফলে ২৭৬ রানে শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে ৮৭ রানের মূল্যাবান লিড পেল স্টিভেন স্মিথরা।

ভারত নিজেদের প্রথম ইনিংসে ১৮৯ রান করে সবকটি উইকেট হারিয়েছিল।

তৃতীয় দিনের সকালে দুর্দান্ত বোলিং করলেন ভারতীয় স্পিনাররা।

বিশেষ করে রবিন্দ্র জাদেজার ঘূর্ণিতে দিশেহারা অজি লোয়ারঅর্ডার বেশিক্ষণ টিকতে পারেনি। আগের দিনের তিন উইকেট সহ এদিনও সমান উইকেট নিয়ে মোট ছয় উইকেট শিকার করেন। দুই উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

উইকেটের শুরুটা অবশ্য করেন অশ্বিনই। ২৬ রানে থাকা মিচেল স্টার্ককে জাদেজার ক্যাচে পরিণত করেন। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে অজি উইকেটরক্ষ-ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে উপড়ে ফেলেন জাদেজা। ব্যক্তিগত ৪০ রানে বাঁহাতি এ ব্যাটসম্যান এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।