ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রানআউটের শিকার হয়ে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
রানআউটের শিকার হয়ে ফিরলেন তামিম তামিম-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড গড়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দু’জনই অর্ধশতক হাঁকিয়েছেন। সাবলীল ব্যাটিংয়ে গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। তাদের জুটিতে দলীয় একশ’ পার হয়েছে। তবে দারুণ খেলতে থাকা তামিম ইকবাল রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়েন।

এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২১। সৌম্য ৬০ ও মুমিনুল হক ২ রানে ব্যাট করছেন।

দলীয় ৩৬তম ওভারের শেষ বলে রান আউটের শিকার হন তামিম। ১১২ বলে ছয়টি চারের সাহায্যে ৫৭ রান করে প্যভিলিওনে ফেরেন বাঁহাতি এ তারকা।

ওপেনিং জুটিতে আগের রেকর্ডটিতেও ছিলেন তামিম। ২০১৩ সালের কলম্বো টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে জহুরুল ইসলামকে নিয়ে ৯১ রানের পার্টনারশিপ করেছিলেন দেশসেরা ওপেনার।

১৩০তম ওভারে লক্ষণ সান্দাকানকে (৫) মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে লঙ্কান ইনিংসের সমাপ্তি টানেন উইকেটের খাতায় নাম লেখানো সাকিব আল হাসান। আগের ওভারেই অর্ধশতক হাঁকানো দিলরুয়ান পেরেরাকে (৫১) এলবিডব্লুর ফাঁদে পেলে নিজের চতুর্থ শিকার উদযাপন করেন মিরাজ।

মিরাজের চারটির সঙ্গে দু’টি উইকেট লাভ করেন মোস্তাফিজুর রহমান। এক করে নেন তাসকিন আহমেদ, শুভাশিস রায় ও সাকিব।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৬ ওভারে ১২২ রান করে স্বাগতিকরা। টাইগারদের প্রাপ্তি কুশল মেন্ডিস (১৯৪) ও নিরোশান ডিকওয়েলার (৭৫) উইকেট। দু’জনকেই ফেরান মিরাজ।

ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি করতে গিয়ে লং-অনে বাউন্ডারি লাইনে তামিম ইকবালের দুর্দান্ত ক্যাচে পরিণত হন মেন্ডিস। বাংলাদেশকে আক্ষেপই করতে হচ্ছে! ‘শূন্য রানে’ জীবন পাওয়া মেন্ডিসই বাধার দেয়াল হয়ে দাঁড়ান।

দলীয় ৩৯৮ রানের মাথায় ফেরেন তিনি। মেন্ডিসের ১৯৪ রানের ইনিংসটিতে ছিল ১৯টি চার ও ৪টি ছক্কার মার। আউট হওয়ার আগে পঞ্চম উইকেটে নিরোশান ডিকওয়েলার সঙ্গে ১১০ রানের জুটি গড়েন তিনি।

ব্যক্তিগত ১৭৫ রানে শুভাশিস রায়ের বলেই আবারো ‘নতুন’ জীবন পান ২২ বছর বয়সী মেন্ডিস। ফাইন লেগ অঞ্চলে মোস্তাফিজুর রহমান যখন ক্যাচ তালুবন্দি করেন ততক্ষণে অসতর্কতার কারণে পা বাউন্ডারি লাইন স্পর্শ করে। কিন্তু, শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরির স্বপ্ন অধরাই থেকে যায়।

মেন্ডিসকে যোগ্য সঙ্গ দেওয়া ডিকওয়েলা করেন ৭৫। ১১০তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি হয়ে মিরাজের তৃতীয় শিকার হন। রঙ্গনা হেরাথকে (১৪) সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মোস্তাফিজ। রানআউটের ফাঁদে পড়েন সুরাঙ্গা লাকমল (৮)।

এর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথম দিনে মেন্ডিসের ১৬৬ রানের অপরাজিত ইনিংসে স্কোরবোর্ডে ৪ উইকেটে ৩২১ রান তোলে লঙ্কানরা। ৯২ রানে তিন হারানোর পর আসিলা গুনারাত্নের (৮৫) সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন তিনি।

ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে উপুল থারাঙ্গার (৪) স্ট্যাম্প ভেঙে প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার শুভাশিস রায়। পরের বলেই লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন কুশল মেন্ডিস। কিন্তু, দুর্ভাগ্য! রিভিউতে পায়ের ‘নো’ বল ধরা পড়ায় আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নেন আম্পায়ার।

আরেক ওপেনার দিমুথ করুনারাত্নেকে (৩০) ফেরান মিরাজ। দিনেশ চান্দিমালকে (৫৪ বলে ৫) মিরাজের ক্যাচ বানিয়ে উইকেট উদযাপনে মাতেন দীর্ঘদিন পর টেস্টে ফেরা মোস্তাফিজ। ৮৩তম ওভারে এসে গুনরাত্নেকে (৮৫) ক্লিন বোল্ড করে সতীর্থদের উদযাপনের মধ্যমনি হন তাসকিন আহমেদ। ২৮৮ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), অসিলা গুনারাত্নে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, লক্ষণ সান্দাকান।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ৮ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।