ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

ক্রিকেটকে শন টেইটের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫০, মার্চ ২৭, ২০১৭
ক্রিকেটকে শন টেইটের বিদায় শন টেইট/ছবি: সংগৃহীত

প্রতিযোগিতামূলক পর্যায়ে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন শন টেইট। ৩৪ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান পেস তারকা। তার শেষ ম্যাচ হয়ে থাকলো ২০১৬-১৭ বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে সিডনি থান্ডারের বিপক্ষে।

গত বছরের জানুয়ারিতে সিডনিতে অজিদের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন টেইট। ভারতের বিপক্ষে টি-২০ ম্যাচে।

ওই সিরিজ দিয়ে পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পান তিনি।

অস্ট্রেলিয়ার জার্সিতে ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০০৭ বিশ্বকাপ জয়ী টেইট। তিন ফরমেটে তার উইকেট সংখ্যা যথাক্রমে ৫, ৬২, ২৮।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিসিয়াল সংবাদমাধ্যমকে টেইট বলেন, ‘সত্যি কথা বলতে আমি আরও কয়েক বছর খেলতে চেয়েছিলাম। আমি জানতাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তরুণদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটা কঠিন হবে। আমার বয়স ৩৪ এবং মনে হচ্ছে মাঠে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলে এটাই শেষ করার সময়। ’

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।