ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাসির-সানি-আলআমিন আউট, তাসকিন-মিরাজ-মোসাদ্দেক-রাব্বি ইন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মে ২, ২০১৭
নাসির-সানি-আলআমিন আউট, তাসকিন-মিরাজ-মোসাদ্দেক-রাব্বি ইন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গেল বছর কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার ছিল ১৫ জন। সংখ্যাটি এবছর বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। গেল বছরের  চুক্তি থেকে বাদ পড়েছেন তিন টাইগার সদস্য। তারা হলেন; নাসির হোসেন, আল আমিন হোসেন ও আরাফাত সানি।

আর নতুন জায়গা পেয়েছেন এই সময়ের আলোচিত ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বি।

মঙ্গলবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় চুক্তিতে থাকা  টাইগার ক্রিকেটারদের নাম ও গ্রেডিং জানিয়েছে বিসিবি।

নতুন গ্রেডিং অনুযায়ী গতবার ‘এ’ প্লাস গ্রেডে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ নেমে গেছেন ‘এ’ গ্রেডে। এখানে অবশ্য তিনি একাই।

ফলে শীর্ষ ‘এ’ প্লাস ক্যাটাগরিতে এখন আছেন চারজন। তাঁরা হলেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

‘বি’ গ্রেডেও আছেন চারজন; ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

‘সি’ গ্রেডের চার ক্রিকেটাররা হলেন; রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

আর গ্রেড ‘ডি’ তে থাকা বাকি চারজন হলেন; তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি।  
গ্রেড অনুযায়ী টাইগারদের নতুন বেতন

এ প্লাস: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল (৪ লাখ টাকা)

এ: মাহমুদউল্লাহ রিয়াদ (৩ লাখ টাকা)

বি: ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার (২ লাখ টাকা)

সি: রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন (দেড় লাখ টাকা)

ডি: তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ (১ লাখ টাকা)

প্রসঙ্গত উল্লেখ্য তিন সংস্করণের তিন অধিনায়ক মাশরাফি, মুশফিক ও সাকিব অধিনায়কের ভাতা মাসে আরও ২০ হাজার টাকা করে পাবেন। আর টেস্ট-সহ অধিনায়ক তামিম পবেন ১০ হাজার।

নতুন গ্রেড ও ভাতা এবছরের জানুয়ারী থেকে কার্যকর করা হবে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মে ০৩ ২০১৭
এইচএল

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।