ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের ইনজুরি গুরুতর নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মে ৩, ২০১৭
তামিমের ইনজুরি গুরুতর নয় তামিম ইকবাল/ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে প্রথম প্রস্তুতি ম্যাচ মিস করেন তামিম ইকবাল। তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই। তামিমের ইনজুরি গুরুতর কিছু নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকি‍ৎসক দেবাশিস চৌধুরী এমনটিই নিশ্চিত করেছেন।

ডিউক অব নরফোকের বিপক্ষে দু’দিন আগের (১ মে) প্রস্তুতি ম্যাচটিকে তামিমকে ছাড়াই স্কোরবোর্ডে ৩৪৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

৫ মে সাসেক্সের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তামিমকে খেলানো হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

প্রথম প্রস্তুতি ম্যাচের আগে প্র্যাকটিস সেশন চলাকালীন পুরনো পিঠের ইনজুরি নিয়ে অস্বস্তির কথা জানান তামিম। তবে আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা নিয়ে কোনো অনিশ্চিয়তা নেই।

এক সাক্ষাৎকারে দেবাশিস চৌধুরী বলেন, ‘তামিমের ইনজুরির বিষয়টি আমাকে আমাকে অফিসিয়ালি জানানো হয়নি। আসলে গুরুতর কিছু না হলে আমাদের জানানো হয় না। যদিও সেখানে একটি স্ক্যান করানো হবে। ’

সাসেক্সে ১০ দিনের ট্রেনিং ক্যাম্প শেষে ত্রিদেশীয় সিরিজ খেলতে ৭ মে আয়ারল্যান্ডে উড়াল দেবেন মুশফিক-তামিমরা। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফির দল। ১২ মে প্রথম ম্যাচে আইরিশদের মোকাবেলা করতে হবে। ১৭ মে নিউজিল্যান্ড ম্যাচ।

জুনে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজে সাফল্য পেতে মরিয়া টিম বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে আগামী ১ জুন উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে। যথাক্রমে ২৭ ও ৩০ ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালের জন্য লড়বে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ৩ মে, ২০১৭
এমঅারএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।