ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কলকাতার তৃতীয় শিরোপায় আশাবাদী সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, মে ৪, ২০১৭
কলকাতার তৃতীয় শিরোপায় আশাবাদী সাকিব আইপিএলে কলকাতার জার্সিতে সাকিব আল হাসান/ছবি: সংগৃহীত

আইপিএলের এবারের আসরে সাইডলাইনে বসেই সময় কেটেছে সাকিব আল হাসানের। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন দলের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক। তা সত্ত্বেও কোনো অভিযোগ নেই তার। বরং কেকেআরের তৃতীয় শিরোপা জয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আইপিএল থেকে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছেন সাকিব। বৃহস্পতিবার (৪ মে) তার ভারত থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।

একদিন পরই বাংলাদেশের ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে ইংল্যান্ডের সাসেক্সে উড়াল দেবেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিবের সঙ্গী হবেন একই অভিজ্ঞতা নিয়ে আইপিএল থেকে দেশে ফেরা মোস্তাফিজুর রহমান।

আইপিএলে কলকাতার দু’টি শিরোপা (২০১২ ও ২০১৪) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাকিব। এই মৌসুমে মুদ্রার উল্টোপিঠটাও দেখলেন! টুর্নামেন্টে পাঁচ ম্যাচ পর গুজরাট লায়ন্সের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

ব্যাটিংয়ে ইনিংসের শেষ বলে নেমে ১ রানে অপরাজিত থাকেন। কিন্তু, বল হাতে ছিলেন বেশ খরুচে। তিন ওভারে ৩১ রানের বিনিময়ে থাকেন উইকেটশূন্য। এরপর আর দলে জায়গা হয়নি। সাকিবকে ছাড়াই অবশ্য দুর্দান্ত গতিতে ছুটছে গৌতম গম্ভীরের দল। সবশেষ দুই ম্যাচে হারলেও প্লে-অফের পথে সুবিধাজনক অবস্থানে কলকাতা। ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা। আর তিনটি ম্যাচ বাকি।

আইপিএলের এবারের আসর থেকে বিদায়বেলায় দলের প্রতি শুভকামনা জানিয়েছেন সাকিব, ‘এই সিজনে আমি দলের জন্য খুব বেশি অবদান রাখতে পারিনি। কিন্তু দল হিসেবে আমরা ভালো করছি, এটাই অনেক গুরুত্বপূর্ণ। টিমের অগ্রাধিকার আগে, এখানে অভিযোগ দাঁড় করানোর কোনো ‍সুযোগ নেই। আশা করি, আমরা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ৪ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।