ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০১৮ আইপিএলে থাকছে না পুনে-গুজরাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
২০১৮ আইপিএলে থাকছে না পুনে-গুজরাট ছবি: সংগৃহীত

আইপিএলের ২০১৮ আসর থেকে আর থাকছে না রাইজিং পুনে সুপারজায়ান্ট ও গুজরাট লায়ন্স। অন্যদিকে দুই বছরের নিষেধাজ্ঞা শেষে ফিরছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১৬ আসরে বহিষ্কার হয়েছিল চেন্নাই ও রাজস্থান। পরিবর্তে পুনে ও গুজরাট দু’বছরের জন্য নাম লেখায়।

এ ব্যাপারে গুজরাটের মালিক কেশব বানসাল বলেন, ‘চুক্তি অনুযায়ী নতুন দুই দল পুনে ও গুজরাট বাদ পড়বে। এটা খুবই পরিস্কার যে, আমরা দল কিনেছিলাম দুই বছরের জন্য।

আর দুই বছর পর সরে যাবো ও অন্য দুটি দল ফিরে আসবে। ’

এর আগে ২০১৫ আসরে ফিক্সিংয়ের কারণে চেন্নাই ও রাজস্থানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। দল দুটির মালিক গুরুনাথ মায়াপন্নে ও রাজ কুন্দ্রার ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে।

এদিকে গুঞ্জন উঠেছিল পরের বছরে ১১তম আইপিএল আসরে ১০ দল নিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যেখানে পুনে ও গুজরাটও অংশগ্রহণ করবে। তবে বানসালের কথায় এখন পরিস্কার, বাদ পড়তে যাচ্ছে দুই বছরের জন্য আসা এই দলগুলো।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ০৪ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।