ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একই দলে তিন কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মে ৫, ২০১৭
একই দলে তিন কিংবদন্তি বাঁ থেকে লারা, ওয়ার্ন ও শচীন-ছবি:সংগৃহীত

একই দলে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা ও শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরা। ব্যাপারটা বেশ চমকেরই। তবে না খেললেও একই একাদশে রয়েছেন এ তারকারা। ইংল্যান্ড ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর বেছে নেওয়া একাদশে রাখা হয়েছে তাদের।

বেয়ারস্টোর সর্বকালের সেরা একাদশে তিনি তিনজন স্বদেশী ক্রিকেটার রেখেছেন। এদের মধ্যে ওপেনিংয়ে আছেন সদ্যই টেস্ট থেকে নেতৃত্ব ছাড়া অ্যালিস্টার কুক।

এই দলে তাকে অধিনায়ক করা হয়েছে। আছেন এ প্রজন্মের সেরা ব্যাটসম্যান জো রুট ও অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।

কুকের সঙ্গে উদ্বোধনী জুটিতে আছেন হাশিম আমলা, পরের দুটি পজিশনে আছেন যথাক্রমে লারা ও শচীন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন আরেক প্রোটিয়া জ্যাক ক্যালিস।

দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন অজি গ্রেট ওয়ার্ন। আর অ্যান্ডারসনের সঙ্গে ফাস্ট বোলিংয়ে সঙ্গ দিতে রয়েছেন মিচেল জনসন ও ডেল স্টেইন।

জনি বেয়ারস্টোর একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), হাশিম আমলা, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, জো রুট, শেন ওয়ার্ন, মিচেল জনসন, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।