ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ক্রিকেট

আদিল রশিদের ঘূর্ণিতে দিশেহারা আইরিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, মে ৫, ২০১৭
আদিল রশিদের ঘূর্ণিতে দিশেহারা আইরিশরা ছবি: সংগৃহীত

দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সফরকারী আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ইংলিশরা।

ব্রিস্টলে আগে ব্যাট করতে নামা আইরিশরা ৩৩ ওভারে মাত্র ১২৬ রান তুলতেই গুটিয়ে যায়। জবাবে, ২০ ওভার ব্যাট করে ইংলিশরা ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।

আইরিশদের ওপেনার এড জয়েস ২০ বলে ২৩ রান করেন। আরেক ওপেনার পল স্টারলিং করেন ২০ রান। দলপতি পোর্টারফিল্ড ১৩ রানে বিদায় নেন। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন বালবিরনি।

ইংলিশ স্পিনার আদিল রশিদ ৮ ওভার বল করে মাত্র ২৭ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। দুটি উইকেট পান জো রুট। আর একটি করে উইকেট নেন ডেভিড উইলি, মার্ক উড আর জ্যাক বল।

১২৭ রানের টার্গেটে প্রথম ওভারে বিদায় নেন ইংলিশ ওপেনার জ্যাসন রয়। আরেক ওপেনার অ্যান্ড্রু হেলস করেন ৫৫ রান। তার ৩৯ বলের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারির মার। জো রুট ৪৯ রানে অপরাজিত থাকেন। জনি বেয়ারস্টো ১০ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি আগামী ০৭ মে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০৫ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।